সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

0
78

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন বেগম জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক।

তিনি বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতির দিকে। গত কয়েকদিন ধরে শরীরে কোন জ্বর নেই। শ্বাসকষ্টও নেই। আরেকজনের সাহায্য নিয়ে নিয়মিত হাঁটা চলা করছেন। স্বাভাবিক খাবার খেতে পারছেন। ঘুমও হচ্ছে নিয়মিত।

ওই চিকিৎসক আরো বলেন, মেডিকেল বোর্ডের চিকিৎসকরা নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন।
প্রায় প্রতিদিন ম্যাডামের মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠকে বসছেন। এক কথায় খুব নিবিরভাবে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে।

গত২৭শে এপ্রিল থেকে খালেদা জিয়া এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ৩শে মে শ্বাসকষ্ট বাড়ায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয় তাকে। করোনা আক্রান্ত হওয়ার কয়েক দিন পর শারীরিক জটিলতা দেখা দেয়া তাকে হাসপাতালে নেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here