জেবিএফএস’র উদ্যোগে ৩’শ পরিবারের হাতে উপহার সামগ্রী

0
80

বাংলা খবর, নিউইয়র্ক:
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে আজ মঙ্গলবার অসহায় ৩’শ টি পরিবারের মধ্যে উপহার সামগ্রী (গ্রোসারী) এবং ইফতার বক্স বিতরণ করা হয়েছে। জ্যামাইকা হিলসাইড ১৬৮ স্ট্রিটয়ে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ কর্মকর্তা সদস্য, কমিউনিটির বিভিন্ন স্তরের সদস্য এবং মিডিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।
অসহায় মানুষের হাতে যখন এসব উপহার সামগ্রী তুলে দেয়া হচ্ছিল, অনেকের চোখে ছিল আনন্দ অশ্রু। করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর এসব পরিবারের সদস্যরা সম্পূর্ণ বেকার হয়ে পড়েন। আনডকুমেন্ট হওয়ার কারনে তারা সরকারের কাছ থেকে কোন সাহায্য সহযোগিতা পাননি। অনাহারে-অর্ধহারে তারা দিন পার করছেন। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে তারা বেশ খুশী।
সোসাইটির কর্মকর্তারা জানান, মানুষ যে কত অসহায় তা আজ কয়েকটা ব্লক মানুষের লাইন না দেখলে বোঝা যাবে না। দীর্ঘ লাইনে থেকে তারা উপহার সামগ্রী গ্রহণ করেছেন। এছাড়া আরো ৭৫টি পরিবারের ঠিকানায় উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here