করোনাভাইরাস: যুক্তরাজ্যের বৃদ্ধাশ্রমে ২০ হাজার নিবাসীর মৃত্যু

0
107

বাংলা খবর ডেস্ক:
বিশ্বজুড়ে মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। চীনের সীমানা পেরিয়ে এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এদিকে, যুক্তরাজ্যের বিভিন্ন বৃদ্ধাশ্রমে করোনাভাইরাসে মারা গেছেন কমপক্ষে ২০ হাজার নিবাসী। ১ মে পর্যন্ত আট সপ্তাহে ইংল্যান্ড আর ওয়েলসে হয়েছে এসব প্রাণহানি। এসময়ে বৃদ্ধাশ্রমগুলোতে অন্যান্য সব রোগ বা বার্ধক্যজনিত কারণ মিলিয়ে প্রাণহানির সংখ্যা ছিল ৩৭ হাজার ৬২৭। সরকারি তথ্য বিশ্লেষণ করে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উল্লেখ্য, কোভিড-১৯’এ মৃত্যুর দিক থেকে ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here