মন ভালো নেই

0
356


সালমা তালুকদার

আমার মন ভালো নেই।
অনেক কথা জানা হলো না।
অনেক কথা বলা রইলো যে বাকি। তোমার কর্মব্যস্ত জীবনে আমি হয়তো ছিলেন ক্ষনিকের অতিথি।
কাজের চাপে যখন দিশেহারা হতে, তখন একটুকরো শান্তি খুঁজতে তুমি আমাতে।
আমি তাই মেনে নিয়ে ছিলেম ভালো তোমাকে নিয়ে।
আমার ভালো লাগা, মন্দ লাগার ইচ্ছে গুলো মাটিচাপা দিয়ে কেবল, তোমার ইচ্ছে পূরনের মাঝে নিজের সুখ খুঁজেছি।
তাই তোমার সময়ের সাথে আমার জিজ্ঞাসু মনের যোগাযোগ বড় কম হয়েছে।
আমার কেন যেন মনে হতো তুমি হঠাৎ হারিয়ে যাবে।
মনে হতো আমার মত হঠাৎ চেনা মানুষটিকে তুমি ভুলে যাবে এক নিমিষেই।
কারন স্বপ্ন বাস্তব একসাথে পথ চললেও, বাস্তবই প্রাধান্য পায় সর্বাগ্রে।
তাই কঠিন করেছিলাম নিজেকে। আজ যখন তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না,
তখন এই কঠিন মনটা আমাকে বাঁচিয়ে রেখেছে।
তবে আমার মন ভালো নেই।
বেঁচে থাকার এই সংগ্রামে অবুঝ মনটা স্বপ্নকে সাথে নিয়ে বাস্তব ভুলেছিলো। তাই স্বপ্ন সরে গিয়ে যখন বাস্তবের কাঠগড়ায় নিজেকে আবিস্কার করেছি।
তখন জীবনের কঠিন সত্যকে সাথে নিয়ে প্রতিক্ষনে কেবল মরছি।
আমার সত্যি মন ভালো নেই।

১৩ মে ২০২০ ইং, যশোর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here