করোনা: গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড নতুন ১২০২ রোগী, মৃত্যু ১৫ জনের

0
108

বাংলা খবর ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১২০২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৫ জনে।

আজ শুক্রবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ৫৩৯টি। এর মধ্যে পরীক্ষা করা হয় ৮ হাজার ৫৮২টি।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, পরীক্ষা করা নমুনার মধ্যে ১ হাজার ২০২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ১৫জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৯৮ জনে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনের পর ইরান, কোরিয়াসহ বেশকিছু দেশে সংক্রমণ ছড়ালেও সবচেয়ে বেশি করোনা আঘাত হানে ইতালি, স্পেনসহ ইউরোপের দেশগুলোতে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (প্রতিবেদন লেখার সময়) ৩ লাখ ৩ হাজার ৫৮৬ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ৪০ হাজার ২৪৪ জন । অন্যদিকে সুস্থ হয়েছেন ১৭ লাখ ১১ হাজার ৫৩৯ জন।ছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ২৭৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ৩৮৮২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here