বাংলাদেশে কেউ আমাদের সমর্থন করেনা কেন? প্রশ্ন রোহিত শর্মার

0
370

বাংলা খবর ডেস্ক:
করোনার লকডাউনের মধ্যে ফেসবুকে চ্যাটে বসেছিলেন ভারতের ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। রোহিত শর্মা তামিমকে প্রশ্ন করেন, বিশ্বের সব জায়গায় ভারতকে সমর্থন করার লোক পাই। কিন্তু বাংলাদেশে কেউ আমাদের সামর্থন করে না কেন? উত্তরটা অবশ্য রোহিতই দিয়ে দেন, আসলে প্রতিটি বাংলাদেশি জাতীয় ক্রিকেট দলের পিছনে যে ভাবে দাঁড়ায় তাতে প্রবল প্রতিপক্ষ ভারতকে তারা সমর্থনের কথা ভাবতেই পারেন না। ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটম্যানটি অবশ্য এটা স্বীকার করতে দ্বিধা করেননি যে বাংলাদেশ এখন আন্তর্জাতিক ক্রিকেটে একটি বৃহৎ শক্তি। বাংলাদেশের বিরুদ্ধে রোহিত ২০১৫ বিশ্ব কাপে, ২০১৭ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং ২০১৯ এর বিশ্ব কাপে সেঞ্চুরি করেন। চ্যাটে তামিম ইকবাল বলেন, রোহিত ভাই, তুমি আমাদের বিরুদ্ধে এত ভয়ঙ্কর হয়ে ওঠো কেন? রোহিত ঠাট্টাছলে উত্তর দেন, দুদেশের ক্রিকেট লড়াইটা সাংঘাতিক বলে। ২০১৯ এ এজবাস্টনে রোহিতের রানের মাথায় ক্যাচ ফস্কান তামিম। রোহিত সেই কথা মনে করিয়ে দিয়ে বলেন, ক্যাচ মিসের জন্যে তুমি কিভাবে ট্রোলড হয়েছিলে আমার মনে আছে।

তামিমও ভোলেননি সেই দিনটির কথা। বলেন, সেদিন তুমি চল্লিশ করে ফেলার পর বুঝেছিলাম আমাদের কপালে দুঃখ আছে। রোহিত সেদিন একশো চার রান করেন। ফেসবুকে ভারত বাংলাদেশের দুই তারকার চ্যাট খুব উপভোগ্য হয়। অনূর্ধ উনিশ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার ঘটনাটিকে রোহিত যুগান্তকারী বলে বর্ণনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here