শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ!

0
73
ফাইল ছবি

বাংলা খবর ডেস্ক:
বাংলাদেশ দলকে আতিথ্য দিতে প্রস্তুত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। জুনের শেষে তারা টাইগারদের সঙ্গে সিরিজ খেলতে চায়। লঙ্কান ক্রিকেট বোর্ডের সিইও অ্যাশলে ডি সিলভা এমনটাই জানিয়েছেন। তবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের করোনা পরিস্থিতি এক নয়। যেখানে লঙ্কানরা নিশ্চিন্ত সেখানে এদেশে শঙ্কার কলো মেঘ। এরই মধ্যে আক্রান্ত ২৫ হাজার, মৃত ৩৭০ জন। প্রতিদিনই বাড়ছে সংখ্যাটা। দুই মাস ধরে ক্রিকেটারা রয়েছে বন্দি।

কবে মাঠে ফিরবে ক্রিকেট তা কেউই নিশ্চিত করে বলতে পারছে না। তাই শ্রীলঙ্কা সফরে যাওয়াও প্রায় অসম্ভব বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান। দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা শ্রীলঙ্কা সফর নিয়ে একটুও ভাবছি না। কারণ আমাদের করোনা পরিস্থিতি মোটেও ভালো নয়। এই সফর এক রকম অসম্ভবই বলা যায়।’

জুনের শেষে হলেও কেন অসম্ভব সফর তারও ব্যাখ্যা দিয়েছেন আকরাম খান। তিনি বলেন, ‘দেখেন, দুই মাস ধরে আমাদের সবধরনের ক্রিকেট বন্ধ। আমাদের দেশের করোনা পরিস্থিতি এখন আরো খারাপের দিকে। তাই মাঠে ক্রিকেট কবে গড়াবে তা অনিশ্চিত। তার মানে এমন একটি টেস্ট সিরিজের জন্য যে প্রস্ততি নেয়া প্রয়োজন তা আমাদের নেই। ক্রিকেট মাঠে ফিরলেও প্রস্তুতির তেমন কোনো সময় পাওয়া যাবে না। এই কারণেই বলছি যে শ্রীলঙ্কা সফরে যাওয়া আমাদের জন্য ভীষন কঠিন।’

অন্যদিকে, লঙ্কান ক্রিকেট বোর্ডের সিইও অ্যাশলে ডি সিলভা বলেছেন, ‘যেহেতু বিসিবির পক্ষ থেকে সিরিজ বাতিল বা স্থগিতের কোন প্রস্তাব আসেনি, তাই আমরা এখনো অপেক্ষার প্রহর গুনছি। আমরা বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায়।’

এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না আসলেও ক্রিকেট পরিচলনা বিভাগের প্রধান আকরাম কোনোভাবেই সফরটি নিয়ে আশাবাদী নন। তিনি বলেন, ‘না, আমরা ক্রিকেট নিয়ে ভাবতেই পারছিনা এখন। আগে পরিস্থিতি উন্নতি হোক তার পর ক্রিকেট নিয়ে চিন্তা করা যাবে।’

মার্চে বাংলাদেশ দলের তৃতীয় দফায় পাকিস্তান সফর বাতিল হয়। সফরটির দেশ ধাপে সিরিজের শেষ টেস্ট ম্যাচ ও তার আগে একটি ওয়ানডে খেলার কথা ছিল টাইগারদের। এরপর মে তে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সিরিজ, জুনে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরও বাতিল হয়। এরপর মার্চের ১৯ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় টাইগারদের সবধরনের ক্রিকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here