ডোমিঙ্গোর বিশ্বকাপ পরিকল্পনায় নেই মাশরাফি

0
186

বাংলা খবর ডেস্ক:
পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াবে ২০২৩ সালে। আসরটি সামনে রেখে সবাই দল গোছাতে ব্যস্ত। কোন কোন ক্রিকেটারকে নিয়ে বৈশ্বিক মঞ্চে লড়াইয়ে যাবেন, তার একটা ছক মনে মনে তৈরি করে ফেলেছেন কোচরা। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো তরুণ ও উদীয়মানদের নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন বলে মনে করেন দলের বোলিং কোচ ওটিস গিবসন। এ কারণে ডমিঙ্গোর বিশ্বকাপ দলে মাশরাফি বিন মুর্তজার খেলার সুযোগ দেখছেন ন।
কয়েক বছর ধরেই দেশের ক্রিকেটের অন্যতম আলোচ্য বিষয় মাশরাফির অবসর। এ নিয়ে প্রায়ই প্রশ্নের মুখোমুখি হন মাশরাফি নিজেও। কিছুদিন আগে ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সময় অবশ্য মাশরাফি বলেছিলেন, দলের প্রয়োজনে এখনো মাঠে নামতে তৈরি তিনি। তবে টাইগারদের নতুন বোলিং কোচ গিবসন মনে করেন, অনেক অনেক সাফল্য এনে দেয়া মাশরাফির অবসরে যাওয়ার সময় হয়েছে।

রাসেল (ডোমিঙ্গো)

সংবাদমাধ্যমকে গিবসন বলেন, ‘আমি মনে করি মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ার অসাধারণ। সে নিজেকে এবং পুরো দেশকে অনেক কিছু দিয়েছে। সব কোচই এখন ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবছে। আমি নিশ্চিত রাসেলও (ডোমিঙ্গো) তাই করছে। তাই সে (ডোমিঙ্গো) হয়তো হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শফিউল ইসলাম এবং ইবাদত হোসেনদের মতো তরুণদের দিকেই বেশি আগ্রহী হবে। আমরা এখনও ইবাদতকে সাদা বলের ক্রিকেটে দেখিনি। এছাড়া তাসকিন আহমেদ ও খালেদ আহমেদও সুস্থ হয়ে ফিরেছে। দেশে অনেক তরুণ প্রতিভা রয়েছে।’
গিবসন মনে করেন,মাশরাফির উচিৎ খেলা ছেড়ে দিয়ে তার অভিজ্ঞতা তরুণদের মাঝে ছড়িয়ে দেয়া। ক্যারিবিয়ান এই কোচ বলেন, ‘আমি জানি না, রাসেলের ভবিষ্যতের জন্য গড়া নতুন দলে মাশরাফির কী ভূমিকা থাকতে পারে। বরং এখনই তার সময়। বিশ্বে যা হচ্ছে, তার সঙ্গে সামনে এগিয়ে যাওয়া। সে নিজের অভিজ্ঞতা তরুণদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য অন্য কোনো পথ বেছে নিতে পারে। আমি মনে করি না, এটি করার জন্য তাকে মাঠেই থাকতে হবে। এই বার্তাটা অন্য কোনোভাবেও দিতে পারবে মাশরাফি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here