২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ২২ জনের মৃত্যু , আক্রান্ত ১৭৭৩ জন

0
101

বাংলা খবর ডেস্ক:
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ১৭৭৩ জন। মৃত্যু ও আক্রান্তে আগের এক দিনের সব সংখ্যাকে ছাড়িয়ে গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪০৮ জনে এবং আক্রান্ত ২৮ হাজার ৫১১ জন। এর মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী ৩ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে ঢাকা বিভাগের ১০ জন এবং চট্টগ্রাম বিভাগের ৮ জন, ময়মনসিংহ বিভাগের ১ জন এবং সিলেট বিভাগের ৩ জন ।

মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন , ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯৫ জন। এ নিয়ে সর্বমোট ৫ হাজার ৬০২ জন সুস্থ হয়েছেন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২৬২ জনের করোনা পরীক্ষা করা হয়। এ পযর্ন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২ লাখ ১৪ হাজার ১১৪ টি।

দেশে এখন ৪৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা অনলাইন ব্রিফিংয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান।

ওদিকে বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা তিন লাখ ২৫ হাজার ছাড়ালো। এর এক তৃতীয়াংশ ঘটেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে।
এএফপি’র হিসেব মতে, বুধবার জিএমটি ১৯০০ পর্যন্ত বিশ্বের ১৯৬টি দেশে করোনায় মারা গেছে তিন লাখ ২৫ হাজার ২৩২ জন এবং আক্রান্ত হয়েছে ৪৯ লাখ ৪৩ হাজার ৫০ জন। তবে আত্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে অন্তত ১৮ লাখ ২৭ হাজার ২শ’ জন।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মারা গেছে ৯২ হাজার ৫৮৩ জন এবং আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৩৯ হাজার ৬৩৩ জন । সুস্থ হয়েছে ২ লাখ ৮৯ হাজার ৩২৯ জন।

যুক্তরাজ্যে মারা গেছে ৩৫ হাজার ৭০৪ জন এবং আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৮ হাজার ২৯৩ জন। ইতালিতে
মারা গেছে ৩২ হাজার ৩৩০ জন এবং আক্রান্ত হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৬৪ জন। ফ্রান্সে মারা গেছে ২৮ হাজার ১৩২ জন এবং আক্রান্ত হয়েছে ১ লাখ ৮১ হাজার ৫৭৫ জন। স্পেনে মারা গেছে ২৭ হাজার ৮৮৮ জন এবং আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মারা গেছে ১ হাজার ৪০৪ জন, ব্রাজিলে ১ হাজার ১৭৯ এবং যুক্তরাজ্যে ৩৬৩ জন।
বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে মারা গেছে ৪ হাজার ৯৫১ জন এবং আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৮২০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here