আম্ফানে ১১০০ কোটি টাকার ক্ষতি

0
132
ছবি: সংগৃহীত

বাংলা খবর ডেস্ক:
ঘূর্ণিঝড় আম্ফানে মোট ১১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। এ ছাড়া আমের ১৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ পরবর্তী সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ, পানিসম্পদ, কৃষি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগ ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব দিয়েছে। প্রায় এক হাজার ১০০ কোটি টাকা ক্ষতির প্রাথমিক হিসাব আমরা পেয়েছি। অন্য যেসব মন্ত্রণালয় আছে, তারাও রিপোর্ট দিয়েছেন, তেমন কোনো ক্ষয়ক্ষতির বিবরণ তারা দেয়নি।

তিনি আরো বলেন, সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ত্রাণ হিসেবে যেন আম কেনা হয়। ক্ষতিগ্রস্ত বাঁধ ও বাড়ি ঘরের জন্য টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল থেকেই কাজ শুরু হবে। ক্ষতিগ্রস্ত ব্রিজ কালভার্ট সংখ্যা ২০০টি বলে উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here