পশ্চিমবঙ্গে আম্ফানে ৭২ জনের মৃত্যু

0
103
আম্ফানে উপড়ে পড়া গাছ। ছবি : বিসিসি

বাংলা খবর ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সুপার সাইক্লোন আম্ফানে ৭২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ পর্যন্ত কলকাতায় ১৫ জন, সুন্দরবনে ৪ জন, হুগলিতে ৩ জন, উত্তর ২৪ পরগনায় ১৭ জনের মৃত্যুর খবর এসেছে। বাড়িঘর, গাছ পড়ে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়েছে। মৃতদের পরিবারকে দুই লাখ ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে।

তিনি আরও জানান, ঘূর্ণিঝড়ে পশ্চিমবঙ্গে প্রায় ১ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা প্রায় ধ্বংস হয়ে গেছে। অনেক জায়গায় বিদ্যুৎ নেই।

আরো পড়ুন : আম্ফানের আঘাতে বিষখালী নদীর বেড়িবাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ১৯৯৯ সালের পর বঙ্গোপসাগরের তৈরি হওয়া প্রথম ‘সুপার সাইক্লোন’ এই আম্ফান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড় আম্ফান পশ্চিমবঙ্গের হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস করে দিয়েছে। বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় আম্ফানের দাপটে ঘণ্টায় ১৮৫ কিমি বেগে ঝড়ো হাওয়া প্রবেশ করে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here