যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর রোববার

0
132

বাংলা খবর ডেস্ক:
শুক্রবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ অনুযায়ী শনিবারই রমজানের শেষ দিন। আগামী রোববার যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারতের কেরালা, তুরস্ক, অস্ট্রেলিয়া আগামী রোববার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

এদিকে গত ১২ মে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি আরবে আসন্ন ঈদুল ফিতরের পাঁচ দিনের সময়ে ২৪ ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে।

সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ঈদের আগ পর্যন্ত সৌদিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখা যাবে।

তবে পবিত্র মক্কা নগরী এবং এর আশপাশের এলাকাগুলোতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here