পুরাতন স্মৃতি অমলিন

0
121

জাফর ওয়াজেদ:
বঙ্গবন্ধুর ১৯৭৪সালের আহবানে সাড়া দিয়ে হৃমায়ূন ফরিদী ও মিনু আহমদ বেলী ফুলের মালা বিনিময় করে বিয়ে করেন সেই ১৯৭৫সালের পর।ঢাবির ছাত্রী মিনু আহমদকে আমি ডাকতুম ফুফু বলে।ফরিদী বিকেলে জাবি হতে ঢাবিতে আসতেন।তারা ঘন্টাখানেক লাইব্রেরি এলাকায় গপ্প সপ্পো করতেন। চা সাপ্লাই দিতাম আমি। আমি যখন ডাকসুর সাহিত্য সম্পাদক, ফরিদী তখন জাকসুর সাংস্কৃতিক সম্পাদক ফরিদী। জাসদ করতেন। দেবযানীর মা মিনু ফুফু পরিবার আওয়ামী লীগ করতেন চাঁদপুরে।ফরিদী আমার কবিতাও আবৃত্তি করেছিলেন।বঙ্গবন্ধুর ডাকে মিনু আহমদ একমাত্র সাড়া দেন৷ আর কারো ঘটনা জানা নেই ৷

লেখক: মহা পরিচালক, প্রেস ইন্সটিটিউট,বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here