বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন যুক্তরাষ্ট্রের

0
111
ছবি: সংগৃহীত

বাংলা খবর ডেস্ক,নিউইয়র্ক:
অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন বলে মার্কিন গণমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে বলেছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকেই এমন হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। এবার তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘জরুরীভাবে নিজেদের সংস্কারে তারা আমাদের অনুরোধ রাখতে ব্যর্থ হয়েছে। আমরা আজ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমাদের সম্পর্কের ইতি টানছি। সেখানে করা অর্থায়নের টাকা ফেরৎ এনে বিশ্বের যেসব জায়গায় মানুষের স্বাস্থ্যের উন্নয়নের দরকার সেখানে খরচ করা হবে।’

করোনাভাইরাস ইস্যুতে চীনের কাছে জবাব চেয়ে ট্রাম্প বলেন, ‘ভাইরাসের ব্যাপারে বিশ্বের কাছে চীনকে জবাব দিতে হবে।আমাদের স্বচ্ছতা থাকা উচিৎ।’

ট্রাম্প অভিযোগ করে বলেন, করোনাভাইরাসের বিষয়ে চীনের কাছে যেসব তথ্য ছিল তা তারা ঠিকমতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায়নি। তিনি আরও বলেন, বিশ্বকে ‘বিভ্রান্ত’ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর চাপ প্রয়োগ করেছিল চীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here