‘ক্রিকেটের সব ম্যাচই পাতানো হয়’

0
132
প্রতিকী ছবি

বাংলা খবর ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেটে সব ম্যাচই পাতানো হয়, কোনো ক্রিকেট ম্যাচই সৎ ভাবে খেলা হয় না বলে দাবি করলেন বুকি সঞ্জীব চাওলা। সম্প্রতি দিল্লি পুলিশের কাছে এমন বিস্ফোরক তথ্য দেন চাওলা। ভারতীয় সংবাদ মাধ্যমে চাওলার ওমন মন্তব্য নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে চাওলা বলেছেন, ‘একটা বিশাল বড় সিন্ডিকেট বা আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার দ্বারা পরিচালিত হয় সমস্ত ক্রিকেট ম্যাচ। যা পরিচালকদের দ্বারা পুরো সিনেমা পরিচালিত হওয়ার মতো ব্যাপার। সিনেমার মত করে সাজানো হয় ক্রিকেট ম্যাচ।’

তিনি আরো বলেন, ‘আমি যা বলেছি, এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়। কারণ, যে সিন্ডিকেট বা মাফিয়ারা এই ম্যাচ পাতানোর সাথে জড়িত, তারা খুবই বিপজ্জনক।’

২০০০ সালের ম্যাচ পাতানোর ঘটনায় প্রধান অভিযুক্তের তালিকার নাম ছিলো চাওলার। পরবর্তীতে ম্যাচ পাতানোর সাথে জড়িত থাকার কথা মেনেও নিয়েছেন তিনি।

দিল্লি পুলিশের দেয়া এক অভিযোগ পত্রে(চার্জ শীট), ২০০০ সালে দক্ষিণ আফ্রিকা দলের ভারত সফরে কিভাবে ম্যাচ ফিক্সিং করা হয়েছিল তার বর্ণনা রয়েছে এই চার্জশিটে। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার প্রয়াত অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের সাথে চাওলার সেই সময়কার কথোপকথনের অডিও রেকর্ডিংও রয়েছে পুলিশের কাছে।

বেশি তথ্য ফাঁস করলে তার নিজের প্রাণের সংশয় হতে পারে বলে পুলিশকে জানিয়েছেন চাওলা। তিনি বলেন, ‘আমি যা বলেছি, অনেক বেশি তথ্য দিয়েছি। এর চেয়ে বেশি বললে, আমাকে মেরে ফেলতে পারে। বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণকারী সেই মাফিয়া গোষ্ঠী এখন টার্গেট করেছে, দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করা ক্রাইম ব্রাঞ্চের অফিসার জি রামগোপাল নাইককে। তার জীবনও সংকটের মুখে পড়বে।’

দিল্লির স্পেশাল সিপি (ক্রাইম) প্রবীর রঞ্জন বলেছেন, ‘যেহেতু ব্যাপারটা নিয়ে তদন্ত চলছে, তাই এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here