বাংলাদেশ-ভারত সিরিজ সামনে রেখে অনুশীলনে নামছে শ্রীলঙ্কা

0
119

বাংলা খবর ডেস্ক:
করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে থমকে আছে ক্রিকেট বিশ্ব। তবে আবারো মাঠে ফেরার চেষ্টায় আছে কিছু ক্রিকেট বোর্ড। কিছু দেশের ক্রিকেটাররা ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে। আগামী জুলাইয়ে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করছে ইংল্যান্ড অ্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এ জন্য ৫৫ জন ক্রিকেটার নিয়ে আবাসিক ক্যাম্পও শুরু হয়েছে।

এবার সেই তালিকায় নাম তুলছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামী সোমবার থেকে ১৩ সদস্যের একটি গ্রুপ বানিয়ে ১২ দিনের আবাসিক অনুশীলন শুরু করবে লঙ্কানরা। মূলত করোনাভাইরাস পরবর্তী বাংলাদেশ-ভারত সিরিজকে সামনে রেখে তাদের এই অনুশীলনের পরিকল্পনা। আজ এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

এক ব্যাটসম্যানের সাথে এক বোলার, এভাবে করেও গ্রুপ করা হবে। এসএলসি জানায়, ‘তিন ফরম্যাটের ক্রিকেটারদের নিয়ে আপতত ছোট গ্রুপ করে অনুশীলন শুরু করা হবে। পরিস্থিতি বিবেচনায় গ্রুপ আরও বড় করা হবে। কলম্বো ক্রিকেট ক্লাবে অনুশীলন করবে ক্রিকেটাররা। ক্রিকেটারদের সাথে অনুশীলনে থাকবে চার সদস্যেন এক কোচিং ইউনিট ও সহায়তা কর্মী। অনুশীলন চলাকালীন গ্রুপের ক্রিকেটাররা একটি হোটেলে থাকবে। হোটেলটি শুধুমাত্র তাদের জন্যই বরাদ্ধ থাকবে। সকল ক্রিকেটারকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

বিবৃতিতে আরও জানানো হয়, ‘অনুশীলনের ভেন্যু ও হোটেলে ক্রিকেটারদের স্বাস্থ্যবিধির পরিস্থিতি পরিদর্শন করবে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। অনুশীলনের ১২ দিন ব্যক্তিগত কারণে ক্রিকেটাররা হোটেল ও ভেন্যুর বাইরে যেতে পারবে না।’ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানান, ‘আমরা বাংলাদেশ এবং ভারত দুই বোর্ডের সঙ্গেই সিরিজ আয়োজন নিয়ে আলাপ করেছি। কারণ ওই দুটি সিরিজ এখনও স্থগিত হয়নি। তবে তাদের থেকে এখনও কোনো সাড়া পাইনি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here