ট্রাম্প আমেরিকাকে বিভক্ত করার চেষ্টা করছেন : সাবেক পেন্টাগন প্রধান

0
103

বাংলা খবর ডেস্ক:
পেন্টাগনের সাবেক প্রধান জিম ম্যাটিস বুধবার তার সাবেক বস ডোনাল্ড ট্রাম্পের কড়া নিন্দা করে বলেছেন, প্রেসিডেন্ট আমেরিকাকে বিভক্ত করার চেষ্টা করছেন এবং দেশ পরিচালনায় “পরিপক্ক নেতৃত্ব” দিতে ব্যর্থ হয়েছেন।
২০১৮ সালে সিরিয়া থেকে গোটা মার্কিন বাহিনী সরিয়ে নেয়ার ব্যাপারে ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করে ম্যাটিস পদত্যাগ করেন। ম্যাটিস দেশব্যাপী বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতিও সমর্থন জানিয়েছেন।
দ্য আটলান্টিক অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে ম্যাটিস বলেন, “ ডোনাল্ড ট্রাম্প আমার জীবনে দেখা প্রথম প্রেসিডেন্ট যিনি আমেরিকার গনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেননি, এমনকি ঐক্যবদ্ধ করার চেষ্টার ভানও করেননি।”
“ঐক্যবদ্ধ করার বদলে তিনি আমাদের বিভক্তের চেষ্টা করছেন।” এ কথা উল্লেখ করে অবসর প্রাপ্ত এই মেরিন জেনারেল এর আগে বলেছিলেন, দায়িত্বরত প্রেসিডেন্টের সমালোচনা করা তার পক্ষে অনুচিত হবে।
তিনি বলেন, “আমরা তিন বছর ধরে অপরিপক্ক নেতৃত্ব দেখে আসছি।”
তিনি গত সপ্তাহের ঘটনা এবং দেশের বিভিন্ন নগরীতে সহিংস বিক্ষোভ দমনে ট্রাম্পের সেনাবাহিনী নামানোর হুমকি দেখে নিজেকে “ক্ষুব্ধ ও হতাশ” বলে উল্লেখ করেন।
সূত্র:বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here