ক্রিকেটে থুতু বিতর্কে স্পিন শক্তির পুনরুত্থান দেখছেন কুম্বলে

0
100

বাংলা খবর ডেস্ক:
করোনাভাইরাসের কারণে বলে থুতু নিষিদ্ধ হতে পারে। আর তা যদি হয়, তবে স্পিনারদের সুবিধাই দেখছেন আইসিসি ক্রিকেট কমিটির প্রধান ভারতের অনিল কুম্বলে। করোনাভাইরাসের কারণে বলে থুতুর ব্যবহার নিষিদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কুম্বলে। তাতে টেস্ট ক্রিকেটে স্পিন বোলিংয়ের পুনরুথান দেখছেন তিনি।

আগামী সপ্তাহে বৈঠকে আইসিসি। এ বৈঠক থেকেই পুনরায় খেলা শুরু হলে বলে থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বলে থুতু ব্যবহার নিষিদ্ধ হলে, ব্যাটসম্যানদের বিপক্ষে বোলারদের কঠিন পরীক্ষায় পড়তে হবে বলেছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। এতে যদি ব্যাটসম্যানরা আধিপত্য বিস্তার করে, তবে খেলাটি বিরক্তিকর হয়ে যাবে বলে জানান স্টার্ক।

কিন্তু ভারতের সাবেক অধিনায়ক ও আইসিসি ক্রিকেট কমিটির প্রধান কুম্বলে মনে করেন, থুতু নিষিদ্ধ হলে স্পিনাররা ম্যাচে বড় ভূমিকা রাখবে। কুম্বলে বলেন, ‘আপনি পিচে ঘাস বাদ দিতে পারেন বা এমনকি মোটামুটিও হতে পারে এবং টেস্টে দুই জন স্পিনারও খেলানো হবে। টেস্টে স্পিনাররা নিজেদের জায়গা ফিরে পাবে কারন ওয়ানডে বা টি-টোয়েন্টিতে বল পলিশ করার গুরুত্ব থাকে না। তাই বল পলিশের ব্যাপারে উদ্বিগ্ন থাকতে হয় না।’

কুম্বলে বলেন, ‘আমি চাই অস্ট্রেলিয়ার মাটিতে একাদশে দুই জন স্পিনার খেলবে, ইংল্যান্ডের মাটিতে টেস্টে দুই জন স্পিনার খেলবে, যা কখনোই হয় না। আপনি ক্রিকেট পিচে যেকোন পরিস্থিতিতে খেলতে পারেন এবং পিচের চরিত্র বদল করে ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য আনা যায়। ক্রিকেট শুরু করতে আমরা সকলেই আগ্রহী হয়ে আছি এবং থুতু বা ঘাম নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। আমরা শুধুমাত্র খেলতে চাই।’

সম্প্রতি ভারতের পেসার জসপ্রিত বুমরাহহ বলেন, থুতু বিকল্প কিছু থাকতে হবে। আর ভারতের আরেক পেসার মোহাম্মদ সামি মনে করেন, থুতুর পরিবর্তে ঘাম কার্যকর নয়। অস্ট্রেলিয়ার বল প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকাবুরা, বল পালিশের জন্য একটি মোম তৈরি করার কথা জানিয়েছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে অনুমতি দিতে নারাজ। কুম্বলেও মনে করেন, বলের উপর কৃত্রিম পদার্থ ব্যবহার হলে খেলাটির সৃজনশীলতার ধ্বংস হবে। তিনি বলেন, ‘বলের উপর কৃত্রিম পদার্থ ব্যবহারের আমরা খুব কঠোর হচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here