নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব : সাংবাদিকদের উপর হামলার নিন্দা

0
58

নিউইয়র্ক:
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকান্ডের প্রতিবাদে সমগ্র আমেরিকায় চলমান প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশের খবর সংগ্রহ করতে গিয়ে নিউইয়র্কে দুই বাংলাদেশী সাংবাদিক হামলার শিকারের ঘটনায় নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। ঢাকার সময় টিভির ইউএসএ প্রতিনিধি হাসানুজ্জামান সাকী ও নিউইয়র্কের আই টিভি ইউএসএ’র প্রধান মুহাম্মদ শহীদুল্লাহ ০১ জুন গত সোমবার নিউইয়র্কে কার্ফ্যু চলাকালীন সময় রাত সাড়ে ১০টার দিকে দায়িত্বপালনকালে ম্যানহাটানে এই ঘটনা ঘটে। প্রেসক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান এবং সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম এক বিবৃতিতে বলেন, এছাড়াও দায়িত্বপালনকালে সিএনএস’র একজন সাংবাদিককে পুলিশ আটকের ঘটনারও নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা বলেন, আমরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি উদ্ভুত পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করার জন্য সাংবাদিক বন্ধু/সহকর্মীদের প্রতি উদাত্ত্ব আহ্বান জানাচ্ছি।
এছাড়াও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের রত্নগর্ভা মা এবং ঢাকাস্থ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের শাশুড়ি জাহানারা হোসেন সহ বিশিষ্ট সাংবাদিক, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকনের বাবা আনোয়ার হোসেন ইন্তেকালে আমরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামরা করছি। উল্লেখ্য, জাহানারা হোসেন গত ৩ জুন বুধবার এবং আনোয়ার হোসেন গত ১ জুন সোমবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here