বৃহস্পতিবার সন্ধ্যায় তরুণ কবি বিদিতা রহমানের কবিতার বই “The Dark Window” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়ে গেল নিউইয়র্কের জুইস সেন্টার মিলনায়তনে।
The Dark Window মূলত সময় ও বয়সের সাথে সাথে অনুভূতির পরিবর্তন নিয়ে রচিত কবিতাবলির কাব্য সংকলন।
বইটির কবিতাগুলোকে কবি কৈশর থেকে মধ্যবয়সের অনুভূতি এবং মধ্যবয়স থেকে প্রৌঢ় বয়সের অনূভূতি – এ দু’ভাগে বিভক্ত করেছেন ।
কাব্যগ্রন্থের রচয়িতা বিদিতা রহমান সেন্ট জন্স বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিষয়ে এম এস সি করছেন। তিনি আমেরিকান পোয়েট্রি সোসাইটির সঙ্গে জড়িত এবং বিভিন্ন সংবাদপত্রে নিয়মিত কলাম লিখেন ।
বিভিন্ন ভাষায় তার রচিত তিনটি কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে।
প্রকাশনা ‌অনুষ্ঠানে উপ‌স্থিত ছি‌লেন অাজকা‌লের সম্পাদক মঞ্জর অাহ‌মেদ , প্রধান সম্পাদক জাকা‌রিয়া জিকু, সাপ্তা‌হিক বাঙ্গালীর সম্পাদক কৌ‌শিক অাহ‌মেদ, এটর্নী এন মজুমদার , জে‌মি‌নি সম্পাদক বেলাল অাহ‌মেদ, অাজকা‌লের নির্বাহী সম্পাদক হাসানুজ্জামান সাকী, ই‌ভেন্ট ইউ এস এর এনাম চৌধুরী ।
কবি বি‌দিতা রহমান বি‌শিষ্ট ব্যবসায়ী ক‌মিউ‌নি‌টির প‌রি‌চিত মুখ বিস‌মিল্লাহ হালাল প্লো‌ট্রি এর স্বত্তা‌ধিকারী সালাম ভূঁইয়ার সহধ‌র্মিনী । অনুষ্ঠা‌নে জয় চৌধুরী ক‌বি বি‌দিতা রহমান কে সি‌টি কাউ‌ন্সি‌লের পক্ষ থে‌কে সাই‌টেশন প্রদান করে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here