‌জর্জ ফ্লয়েডের শেষকৃত্যে যোগ বাইডেনের

0
122

বাংলা খবর ডেস্ক:
অবশেষে মঙ্গলবার হিউস্টনে সম্পন্ন হল মিনিয়াপোলিসে পুলিশ হেপাজতে মৃত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের শেষকৃত্য। অনুষ্ঠানে ডেমোক্র‌্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন অংশ নেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবারই সাফ জানিয়ে দিয়েছিলেন, ওই অনুষ্ঠানের জন্য আমেরিকার পুলিশকর্মী মোতায়েনের ব্যবস্থায় কোনও অদলবদল করা হবে না। কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে হওয়া বিক্ষোভকেও চরম বামপন্থীদের উস্কানিতে চলা বিক্ষোভ বলে অভিহিত করেছিলেন তিনি। এমনকি দিন কয়েক আগে বাফালোয় ৭৫ বছরের এক বৃদ্ধকে পুলিশকর্মীদের নিগ্রহের ঘটনাকেও ট্রাম্প ‘‌বিক্ষোভকারীদের সাজানো নাটক’‌ বলে মন্তব্য করেছিলেন।
গত ২৫ মে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার হাঁটু দিয়ে জর্জের গলা টানা আট মিনিট চেপে ধরে রেখেছিলেন, যাতে মৃত্যু হয় তাঁর। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই কোভিড–১৯–এ ধুঁকতে থাকা আমেরিকায় বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। যাবতীয় সুরক্ষা বিধি ভুলে রাস্তায় নেমে বর্ণবৈষম্যের বিরুদ্ধে একজোটে বিক্ষোভ দেখান কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গরাও।

AM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here