ট্রাম্পকে ফের বাঙ্কারে লুকিয়ে পড়তে বললেন সিয়াটলের মেয়র

0
109

বাংলা খবর ডেস্ক:
গত ২৫ মে মিনিয়াপোলিস শহরে পুলিশি নিষ্ঠুরতায় জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যু হয়। তারপর ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়েছে আমেরিকাজুড়ে। এর মধ্যে একদিন হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ হয়। সিক্রেট সার্ভিস এজেন্টরা ট্রাম্পকে হোয়াইট হাউসের মধ্যে এক গোপন জায়গায় নিয়ে যান। সিয়াটলের মেয়র সেই ঘটনার কথা উল্লেখ করে ট্রাম্পকে ফের বাঙ্কারে লুকিয়ে পড়তে বললেন।

বিক্ষোভকারীরা সিয়াটলের ‘পুলিশমুক্ত’ এলাকার নাম রেখেছেন ‘ক্যাপিটল হিল অটোনমাস জোন’। ট্রাম্প সিয়াটলের মেয়রকে কঠোর ভাষায় বলেছিলেন, শহরের জমি পুনরুদ্ধার করুন। না হলে আমি হস্তক্ষেপ করব। বিক্ষোভকারীদের তিনি বলেন, ‘ডোমেস্টিক টেররিস্ট’ অর্থাত্‍ দেশি সন্ত্রাসবাদী। প্রেসিডেন্ট টুইট করে বলেন, ‘দিস ইজ নট এ গেম। কুত্‍সিত নৈরাজ্যবাদীদের থামাতেই হবে। এখনই থামাতে হবে। যা করার তাড়াতাড়ি করুন। মুভ ফাস্ট।’

এরপরেই জেনি ডার্কেন পালটা টুইট করেন, ‘আপনি বাঙ্কারে ফিরে যান’। ওয়াশিংটন স্টেটের গভর্নর জে ইনসলে টুইট করেন, যে ব্যক্তি প্রশাসন চালানোর পক্ষে সবচেয়ে অযোগ্য, তার কোনো ব্যাপারে নাক গলানো উচিত নয়। প্রেসিডেন্ট টুইট করা বন্ধ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here