দেশে করোনায় মৃত্যু ১২’শ ছাড়াল

0
86

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন। এনিয়ে মোট মারা গেলেন ১,২০৯ জন। এছাড়া একই সময়ে আরও ৩,০৯৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯০,৬১৯ জন।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫,০৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

তিনি জানান, ৫৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৭৩৩টি আর পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৩৮টি। শনাক্তের হার ২০.৬১ শতাংশ।

নাসিমা সুলতানা আরো জানান, এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ হাজার ২৭ জন। সুস্থতার হার ৩৭.৫৫ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৩ শতাংশ।

মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ৩২ জন ও নারী ৬ জন। বয়স বিশ্লেষণে জানা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১-৪০ তিনজন, ৪১-৫০ সাতজন, ৫১-৬০ পাঁচজন, ৬১-৭০ ১৫ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন। হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাড়িতে ১১ জন এবং হাসপাতালে আনার পথে দুইজন।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৫৩৬ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ২৯৫ জনকে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here