নোবেল জয়ী সেই মালালা এখন অক্সফোর্ড গ্র্যাজুয়েট!

0
92

বাংলা খবর ডেস্ক:
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন মালালা ইউসুফজাই। নারী শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শান্তিতে নোবেলজয়ী এই তরুণী শুক্রবার (১৯ জুন) এক টুইটে নিজেই একথা জানিয়েছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেডি মার্গারেট হল থেকে রাজনীতি, দর্শন এবং অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন ২২ বছর বয়সী এই তরুণী।

অক্সফোর্ড থেকে স্নাতক শেষ করার আনন্দ নিজের পরিবারের সঙ্গে ভাগ করে নিয়েছে মালালা। টুইটারে দুটি ছবি পোস্ট করেছেন তিনি, যার প্রথমটিতে তাকে কেক মাখিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং অন্যটিতে পরিবারের সঙ্গে কেক কাটার দৃশ্য। ফলাফল হাতে পেয়েই মালালা টুইটার পোস্টে লেখেন, আমি জানি না সামনে কী হবে। আপাতত, নেটফ্লিক্স, বই পড়া এবং ঘুম নিয়েই আছি।

২০১২ সালের ৯ অক্টোবর তালেবান জঙ্গিরা গুলি করে মালালার মাথায়। এরপর পাকিস্তান ও যুক্তরাজ্যের হাসপাতালে টানা ৪৯ দিন যুদ্ধ করেন জীবনের সঙ্গে। হারিয়ে দেন মৃত্যুকে। পরে তিনি নোবেল শান্তি পুরস্কার জয় করেন। পৃথিবীর ইতিহাসে এত কম বয়সে নোবেল জয়ের ঘটনা এটাই প্রথম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here