‌‌মামলা এবার রিয়ার নামেও, শুনানিও শুরু

0
110

বাংলা খবর ডেস্ক:
এবার মামলা অভিনেত্রী তথা মৃত সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর নামে। অভিযোগ, সুশান্তের ওপর আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করেছিলেন রিয়া। বিহারের মুজফ্‌ফরপুরের মুখ্য দায়রা আদালতে মামলাটি করেছেন জনৈক কুন্দনকুমার। রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার কারণে ৩০৬ এবং প্রতারণার জন্য ৪২০ ধারায় মামলা হয়েছে। মামলার শুনানি আগামীকাল, বুধবার। এর আগে মুজফ্‌ফরপুর আদালতেই অন্য একটি মামলা হয়েছে সলমন খান, করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি–‌সহ আটজন বলিউডি ব্যক্তিত্বের নামে। তঁাদের বিরুদ্ধেও দায়ের হয়েছে ৩০৬ ধারা। সেই মামলাটির শুনানি ৩ জুলাই। এদিকে, সুশান্তের মৃত্যু নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে মুম্বই পুলিশ। রিয়াকে আগেই একটানা ৯ ঘণ্টা জেরা করা হয়েছে। যদিও পুলিশকে যে বয়ান দিয়েছিলেন রিয়া, তা সত্যি নয় বলে মনে করা হচ্ছে। সে কারণে তাকে ফের জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। শুধু তাই নয়, রিয়ার বয়ানের সঙ্গে অন্যদের দাবিও মিলিয়ে দেখা হবে। সেই সঙ্গে প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের আত্মহত্যার সঙ্গে সুশান্তের মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, সে বিষয়টিও এখন পুলিশি তদন্তের বিষয়। ইতিমধ্যেই ডাকা হয়েছে সুশান্তের নিকট আত্মীয়–‌সহ তঁার ঘনিষ্ঠ বন্ধু ও ম্যানেজারদের। মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার অভিষেক ত্রিমুখে জানিয়েছেন, গত এক সপ্তাহে মোট ১৫ জনের বয়ান রেকর্ড হয়েছে। সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিটানির বয়ান আগে রেকর্ড হলেও, তঁাকে ফের রবিবার থানায় ডাকা হয়। সিদ্ধার্থ সুশান্তের সঙ্গে একই অ্যাপার্টমেন্টে থাকতেন। এদিকে প্রকাশ পেয়েছে কৃতী শ্যাননের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও। ‘‌কফি উইথ করণ’‌–এর শো চলাকালীন সেখানে কৃতী বলেছিলেন, বরুণ ধাওয়ান, আয়ুষ্মান খুরানা, কার্তিক আরিয়ান আর টাইগার শ্রফদের চেয়ে তিনি অভিনয় দক্ষতায় এগিয়ে রাখেন সুশান্তকে। এদিকে সোনম কাপুরের দাবি, ‘‌কফি উইথ করণ’‌–‌এর যে সাক্ষাৎকারে তিনি সুশান্ত সম্পর্কে উপেক্ষা দেখিয়েছিলেন, সে অংশটি ‘‌এডিটেড’‌। অন্যায়ভাবে নেটিজেনরা তঁাকে দোষারোপ করছে। সুশান্তের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন বিজেপি সাংসদ, অভিনেতা মনোজ তিওয়ারি। বলেছেন, বাইরের লোকেদের বি টাউনে জমি পাওয়া বেশ কঠিন। তাই চাই সিবিআই তদন্ত। সোমবারই প্রয়াত অভিনেতার পাটনার বাড়িতে তাঁর স্মৃতিতে প্রার্থনাসভার আয়োজন করা হয়। সেখানেই হাজির ছিলেন মনোজ। এর আগে সুশান্তের মামাও সিবিআই তদন্তের দাবি করেছিলেন। কংগ্রেসের সঞ্জয় নিরুপমও তদন্ত চেয়েছেন। লোক জনশক্তি পার্টির সভাপতি চিরাগ পাসওয়ান সুর মিলিয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গেও কথা হয়েছে তাঁর। তাঁর দাবি, বলিউডে স্বজনপোষণের উদাহরণ স্পষ্ট। বিহারের মানুষই তদন্ত চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here