আইপিএল নিয়ে আর বিলম্ব চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড

0
91

বাংলা খবর ডেস্ক:
এ বছর টোয়েন্টি২০ বিশ্বকাপ হবে কি হবে না, আইসিসি–র সিদ্ধান্তহীনতায় হতাশ, বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই আইপিএলের প্রস্তুতি নিয়ে আর সময় নষ্ট করতে চাইছে না বিসিসিআই।
অতিমারীর জেরে ক্রোড়পতি লিগ এবার পিছিয়ে গিয়েছে। অক্টোবর–নভেম্বরে টি২০ বিশ্বকাপ যদি না হয় সেই সময় আইপিএলের আয়োজনের ব্যাপারে ভাবনা–চিন্তা করছে ভারতীয় বোর্ড। কিন্তু ক্রিকেট নিয়ামক সংস্থা টি২০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রাখায় অস্বস্তিতে রয়েছে বিসিসিআই। কারণ আইপিএল বাতিল হলে বিরাট ক্ষতির মুখে পড়তে হবে ভারতীয় বোর্ডকে। বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেছেন, ‘‌এ বছরের শুরুটা ভয়ঙ্করভাবে হয়েছে। কোনওদিক থেকেই পরিত্রাণ মিলছে না। তবে সময় যেহেতু এগিয়েই চলেছে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হচ্ছে। ভবিষ্যতের জন্য প্রস্তুতও থাকতে হচ্ছে। আগামী দিনের কথা ভেবেই বিসিসিআই পরিকল্পনা নিচ্ছে।’‌
একটু একটু করে খেলাধুলো শুরু হচ্ছে বিশ্বে। ধুমালের কথায়, ‘‌এনবিএ শুরু হয়েছে আমেরিকায়। শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ। বুন্দেশলিগা–ই সবার প্রথম পথ দেখিয়েছে। অস্ট্রেলিয়াতে ঘরোয়া রাগবি টুর্নামেন্ট শুরু হতে চলেছে। বিসিসিআই–ও পরিকল্পনা তৈরির কথাই বলছে। প্রত্যেক দেশ ঘরোয়া লিগ বা টুর্নামেন্টের মাধ্যমে ধাপে ধাপে মূলস্রোতে ফিরতে চাইছে। এর থেকেই প্রমাণিত হচ্ছে, অলিম্পিক, বিশ্বকাপ এগুলো এখন পেছনের সারিতে। আসলে ঘরোয়া লিগ আয়োজন করতে বাইরের কিছুর ওপর বেশি নির্ভর করতে হয় না। টাকাও উঠে আসে স্থানীয় ভিত্তিতে। টেলিভিশনে দেখানোটাও সহজ।’‌
এদিকে অস্ট্রেলিয়ার সংবাদপত্র ‘‌দ্য ডেইলি টেলিগ্রাফ’‌–এর খবর, ‘‌টি২০ বিশ্বকাপ পিছিয়ে যাচ্ছে এ ব্যাপারে ঘোষণা এ সপ্তাহেই সম্ভবত হতে চলেছে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার প্লেয়ারদের বলা হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য প্রস্তুত হতে। তবে সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পত্রিকার খবর, যদি ক্রিকেট অস্ট্রেলিয়া সে দেশের প্লেয়ারদের আইপিএল খেলার অনুমতি দেয় তা হলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষের পর সেখান থেকেই স্মিথ, ওয়ার্নাররা সরাসরি ক্রোড়পতি লিগ খেলতে যাবেন। ‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here