ডিআরইউর নতুন সংযোজন ‘অক্সিজেন কনসেনট্রেটর’

0
94

বাংলা খবর ডেস্ক:
পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) চারটি অক্সিজেন কনসেনট্রটর প্রদান করেছেন ।
মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টারে ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর কাছে তিনি এ চারটি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেন।
সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় অক্সিজেন কনসেনট্রেটর ডিআরইউর একটি নতুন সংযোজন।
ডিআরইউর সদস্য বা পরিবারের কেউ করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট ভুগলে তাৎক্ষণিকভাবে এসব অক্সিজেন কনসেনট্রেটর এর সেবা নিতে পারবেন।
প্রতিটি অক্সিজেন কনসেনট্রেটর স্বয়ংক্রিয়ভাবে একবারে ৭ লিটার অক্সিজেন উৎপন্ন করতে সক্ষম। একটি মেশিন থেকে একই সাথে দু’জনে অক্সিজেন গ্রহণ করতে পারবেন। মেশিনটি রিমোট দিয়ে দূর থেকে চালানো ও নিয়ন্ত্রণ করা যাবে।
কবে নাগাদ এবং কিভাবে ডিআরইউ সদস্য ও পরিবারের সদস্যরা এ সেবা পাবেন তা শীঘ্রই জানিয়ে দেয়া হবে।
করোনার এ দুর্যোগকালীন সময়ে
ডিআরইউর পাশে দাঁড়ানোর জন্য আইজিপিকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
ডিআরইউকে অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তরকালে পুলিশের উধ্বতর্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here