যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়াল

0
85
ছবি : সংগৃহীত

বাংলা খবর ডেস্ক:
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গত এক দিনে যুক্তরাষ্ট্রে ৬০ হাজারের বেশি করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এটিই দেশটিতে এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। গত এক দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং টেক্সাস থেকেই ২০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩১ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে করোনার এমন পরিস্থিতির মধ্যে স্কুলসহ বেশ কিছু প্রতিষ্ঠান খুলে দিতে চাইছে হোয়াইট হাউজ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন যে, বৈশ্বিক মহামারি হলেও যুক্তরাষ্ট্র একটি ভালো অবস্থায় আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here