হাসপাতালের বিছানায় করোনায় মৃত তরুণের শেষ গান (ভিডিওসহ)

0
109

বাংলা খবর ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দূর আকাশের তারা হয়ে গেছেন ঋষভ। কিন্তু তাঁর গাওয়া শেষ গান এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হয়তো এটাই ও চেয়েছিল। তাই হাসপাতালের বিছানায় বসে হাসিমুখে সব যন্ত্রণা গিলে নিয়ে গিটার হাতে শেষবার গেয়ে উঠেছিল- ‘আচ্ছা চলতা হু , দুয়া ও মে ইয়াদ রাখনা’।

১৭ বছরের ঋষভ দত্ত ভারতের আসামের তিনসুকিয়ার কাকোপাথারের বাসিন্দা। গত ৯ জুলাই বেঙ্গালুরুর একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। দুই বছরের আগে ঋষভ রক্তের জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁর রক্তের কোষবিভাজনের প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। ফলে শরীর ক্রমেই ভেঙে পড়তে শুরু করে। প্রয়োজন ছিল বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট। সেই প্রক্রিয়া চলছিল। কিন্তু করোনার কারণে সব চেষ্টা বিফলে গেল।

ঋষভের মনের জোর ছিল প্রবল। শারীরিক কষ্ট চেপে রাখতে হাসপাতালের বিছানায় শুয়েই তিনি গান গাইতেন। ঋষভের শ্রোতা ছিলেন হাসপাতালের সিস্টার, নার্স, এমনকি চিকিৎসকরাও। প্রথমে বেঙ্গালুরুর খ্রিস্টান মেডিক্যাল কলেজ এবং পড়ে বেঙ্গালুরুরই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলেছে তাঁর। তখন গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করে ঋষভ বেশ পরিচিতি পেয়ে যান। ঋষভের মৃত্যুর পর তাঁর গান শুনে অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি।

rishav dutta

এই যে গীত গাই থকা ল'ৰাজন !তেওঁ আজি গীতটোত গাই থকাৰ দৰে সঁচাকৈয়ে আমাৰ মাজৰ পৰা গুচি গ'ল। তেওঁ ঋষভ দত্ত । ঘৰ তিনিচুকীয়াৰ কাকপথাৰত। দুৰাৰোগ্য ৰোগত আক্ৰান্ত হৈ বেংলুৰত মৃত্যু হয় ঋষভৰ। এটা সুন্দৰ কণ্ঠৰ অধিকাৰী ঋষভলৈ অযুত অশ্রুঞ্জলী..!

Posted by Monjit Gogoi on Thursday, July 9, 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here