মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে প্রায় ১৭ বছরব্যাপী অভিযান পরিচালনা করছে। তবে সে অভিযানকে ব্যর্থ বলেই মনে করে অধিকাংশ মার্কিনি।
সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এক জরিপের রিপোর্টে দেখা গেছে, শতকরা ৪৯ ভাগ মনে করে, মার্কিন সেনারা আফগান অভিযানে ব্যর্থ হয়েছে। তবে ৩৫ ভাগ মানুষকে আশাবাদী দেখা গেছে এবং তারা মনে করে অভিযান এখনো সফল না হলেও পরবর্তীতে সফল হবে।

উল্লেখ্য মার্কিন অভিযান চালানো হলেও আফগানিস্তানে তালেবান, ইসলামিক স্টেট ও আল কায়েদার প্রবল প্রভাব রয়েছে। তারা সেখানে মাদক উৎপাদন ও বিক্রি করে অর্থ উপার্জন করছে এবং সন্ত্রাসী কাজে তা ব্যবহার করছে। এছাড়া ইরাক-সিরিয়া থেকে বিতাড়িত আইএস সদস্যরাও আফগানিস্তানে গিয়ে সংগঠিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here