করোনা ভাইরাস মানুষকে একেবারে আত্মকেন্দ্রিক করে তুলেছে!

0
513

জাহান আরা রউফ:
বর্তমানে মানুষের মাঝে নিষ্ঠুরতা,অমানবিকতা দিন দিন বেড়েই চলছে।মানুষের এই অমানবিকতা,নিষ্ঠুরতা,বর্বরতার সঙ্গে সামঞ্জস্য রেখেই যেন প্রাণঘাতী করোনা ভাইরাস মানুষের উপর হামলে পড়েছে!করোনা ভাইরাস এসেই মানুষের সাথে মানুষের সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছে। কেউ কাউকে স্পর্শ করতে পারবে না,কারো বাসায় কেউ যেতে পারবে না,উৎসবের ভীড়ে কখনও যাওয়া যাবে না,মৃত বাবা মার লাশও দেখতে যাওয়া যাবে না– এমনি কতো শত নিষেধাজ্ঞা নিয়ে করোনা ভাইরাস এসে মানুষকে একেবারে আত্মকেন্দ্রিক করে তুলেছে! মানুষের প্রতি মানুষের ভালোবাসার টুটি চেপে ধরেছে ! আমার বলতে ইচ্ছে করে –
করোনা,এবার তুমি বিদেয় হও,
মানুষকে একাকীত্বের হাত থেকে মুক্তি দাও,
তোমার সব একাকীত্ব নিয়ে তুমি বিদেয় হও,
মানুষের মাঝে মানুষের ভালোবাসা ফিরিয়ে দাও!!

লেখক: সাবেক উপগ্রন্থাগারিক,
চারুকলা অনূষদ,
ঢাকা বিশ্ববিদ্যালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here