‘একাত্তরের ইতিহাস’ ছবিতে কলকাতার ঋত্বিকা

0
101

বাংলা খবর ডেস্ক:
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান বিলডেক্স ইন্টারন্যাশনাল। ‘একাত্তরের ইতিহাস’ নামের ছবিটির কাহিনী ও সংলাপ করেছেন মো. সেলিম খান। চিত্রনাট্য ও পরিচালনা শামীম আহমেদ রনি। ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার অভিনেত্রী ঋত্বিকা সেন। আগস্ট থেকে শুটিং শুরু হবে বলে জানান প্রযোজক কাজী মিজান।

রনি বলেন, ‘গল্পের প্রয়োজনেই আমরা ঋত্বিকাকে পছন্দ করেছি। মুক্তিযুদ্ধের সময় একজন কিশোরীকে কিভাবে হানাদার বাহিনী নির্যাতন করেছিল সেটা ঋত্বিকার চরিত্রে উঠে আসবে। এই ছবির মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব।’

ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে আরো আছেন শান্ত খান, ফজলুর রহমান বাবু ও সাদেক বাচ্চু। প্রযোজনা প্রতিষ্ঠান বিলডেক্স ইন্টারন্যাশনাল এখন থেকে নিয়মিত মুক্তিযুদ্ধভিত্তিক ছবি নির্মাণ করবে বলে জানান এর কর্ণধার কাজী মিজান। এ বছর আরো দুটি নতুন ছবির ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here