সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

0
95
সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল। ছবি: সংগৃহীত

বাংলা খবর ডেস্ক:
করোনা চিকিৎসা টেস্টের সনদ নিয়ে প্রতারণা করা রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে সরকার।

রবিবার প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের নীতিমালাতেই বলা আছে, যদি কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে তাহলে তার অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়ে যাবে।

সাহেদ দৈনিক নতুন কাগজ নামের একটি পত্রিকা খুলেছিলেন। তিনিই সেই পত্রিকার সম্পাদক ও প্রকাশক। সে হিসেবেই তথ্য অধিদপ্তর থেকে তিনি অ্যাক্রেডিটেশন কার্ড পেয়েছিলেন।

গত বছরের ৩ ডিসেম্বর তার কার্ডটি ইস্যু করে তথ্য অধিদফতর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here