দ্বিতীয় মার্কিন যুদ্ধজাহাজে আগুন, ‘স্টপ ওয়ার্ক অর্ডার’ জারি

0
99

বাংলা খবর ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মার্কিন নিউজ সাইট ডিফেন্সনিউজ এ তথ্য জানিয়েছে। মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নোরফক বন্দরে শুক্রবার উভচর যুদ্ধজাহাজ ‘কারসার্জ’-এ আগুন লাগে।

এ ঘটনার পর আমেরিকার গুরুত্বপূর্ণ নরফোক শিপইয়ার্ডে সব ধরনের কর্মকাণ্ড বন্ধের নির্দেশনা জারি করেছে মার্কিন নৌবাহিনী।

চলতি সপ্তাহে সান দিয়াগো নৌঘাঁটিতে আমেরিকার আরেকটি যুদ্ধজাহাজ অগ্নিকাণ্ডের পর ইউএসএস কেয়ারসার্জে আগুন লাগে। পাশের একটি ওয়েল্ডিং মেশিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনী জেনারেল ডায়নামিকস নাস্কো স্টপ ওয়ার্ক অর্ডার জারি করেছে।

জেনারেল ডায়নামিকস নাস্কো যখন তাদের নিরাপত্তা প্রটোকল পর্যালোচনা করছিল, ঠিক এমন সময় সেখানে আগুন লাগে। জেনারেল ডায়নামিকসের মুখপাত্র অ্যান্থনি পাওলিনো বলেন, মার্কিন নৌবাহিনীর এই সিদ্ধান্তকে পরিপূর্ণভাবে সমর্থন দেবে তাঁর কম্পানি।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সান ডিয়াগো শিপইয়ার্ডে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস বনোহোম রিচার্ডে আগুন লাগে। দীর্ঘ চার দিনের চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা। আগুন লাগার পর অন্তত ৬৩ জন আহত হয়েছে। এতে রণতরীর অপূরণীয় ক্ষতি হয়েছে।

সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here