যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৬৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত

0
114
আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। ফাইল ছবি

বাংলা খবর ডেস্ক:
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬৮ হাজার ২১২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৬৭ জন। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

বাল্টিমোর ভিত্তিক ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ নিয়ে ৪১ লাখ ৭৪ হাজার ৪৩৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৩৯১ জন।

বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাষ্ট্র কখনোই তাদের দেশের করোনা আক্রান্তের প্রথম ঢেউ থেকে বেরিয়ে আসতে পারেনি। গত ১২ দিন ধরে যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৬০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হচ্ছে। করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here