করোনায় একদিনে রেকর্ড মৃত্যু যুক্তরাষ্ট্রের পাঁচ রাজ্যে

0
112

বাংলা খবর ডেস্ক:
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমের পাঁচটি রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার ওই পাঁচ রাজ্যে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা সংক্রমিত হয়ে মারা গেছে।

আরকানসাস, ফ্লোরিডা, মন্টানা এবং ওরিগন রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। মৃত্যুর হার বেড়ে গেছে ক্যালিফোর্নিয়াতেও।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে এক হাজার দুই শতাধিক মানুষ করোনায় মারা গেছে। মে মাসের পর গতকাল মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গেছে। ফ্লোরিডার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ২৪ ঘণ্টায় একশ ৯১ জন করোনায় মারা গেছে।

এর আগে গত সোমবার টেক্সাসে ছয় হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৪ লাখ ৯৮ হাজার তিনশ ৪৩ জন এবং মারা গেছে এক লাখ ৫২ হাজার তিনশ ২০ জন।

আক্রান্তদের মধ্যে ২১ লাখ ৮৫ হাজার আটশ ৯৪ জন সেরে উঠেছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২১ লাখ ৬০ হাজার একশ ২১ জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় আছে ১৮ হাজার নয়শ ৯২ জন।

সূত্র : ফ্রান্স টোয়েন্টিফোর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here