আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত সোমবার দেশটির তাপমাত্র ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। দেশটির পশ্চিমাংশে মঙ্গলবার ৩৪.৩ ডিগ্রি তাপমাত্রা, ধসে পড়া ঘর-বাড়ি, এবং কর্দমাক্ত এলাকা নিয়ন্ত্রণে দায়িত্বরত সেনা কর্মকর্তা, স্বেচ্ছাসেবীদের অবস্থা অত্যন্ত নাজুক।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, গতবছর মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত গরমে ৪৮জন মারা গিয়েছিলেন। যারমধ্যে শুধু জুলাই মাসেই ৩১জনের মৃত্যু হয়। আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, দেশটির ২শ’টি এলাকায় ৩৫ ডিগ্রি তাপমাত্রাকে সাধারণত অতিরিক্ত গরম হিসেবে ধরে নেওয়া হয়, যা জুলাই মাসের জন্য স্বাভাবিক নয়।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ২০১৪ সালেও জাপানের ২১৩টি স্থানে একইরকম গরম পড়েছিল। উল্লেখ্য, ৩৬ বছরের ইতিহাসে এ বছর ভয়াবহ বন্যা, ভারী বষর্ণের ফলে বন্যা ও ভূমিধস হয়। এর ফলে প্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here