চীনা স্টোর থেকে গেমিং অ্যাপ সহ ২৯,০০০ অ্যাপ সরাল অ্যাপল্‌

0
96

বাংলা খবর ডেস্ক:
২৬,০০০–এরও বেশি গেমিং অ্যাপ সহ ২৯,৮০০ অ্যাপ চীনা স্টোর থেকে সরিয়ে দিল অ্যাপল্‌। লাইসেন্সহীন গেমিং অ্যাপ ঠেকাতেই এই পদক্ষেপ। সমীক্ষা কোম্পানি কুইমাই শনিবার একথা জানালেও অ্যাপল্‌–এর তরফে এই তথ্যের পুষ্টিকরণ করা হয়নি। এবছরের শুরুতেই অ্যাপল্‌ বিভিন্ন গেম পাবলিশার্সদের বলেছিল জুনের শেষেই তাদেরকে সরকারি লাইসেন্সের নম্বর জমা দিতে হবে। যাতে ইউজাররা ইন–অ্যাপ কিনতে পারেন। চীনের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর দীর্ঘ দিন ধরেই ওই নিয়ম মেনে আসছে। তারপরও অ্যাপল্‌ কেন এবছর এত কড়া মনোভাব নিয়েছে সেব্যাপার এখনও স্পষ্ট হয়নি প্রযুক্তিবিদদের কাছে। জুলাইয়ের শুরুতেই অ্যাপল্‌ নিজেদের অ্যাপ স্টোর থেকে ২৫০০–টিরও বেশি টাইটেল সরিয়ে দিয়েছিল। তার ফলে জিঙ্গা, সুপারসেলের মতো জনপ্রিয় গেমে প্রভাব পড়েছিল। চীন সরকার দীর্ঘ দিন ধরেই স্পর্শকাতর বিষয় সরিয়ে দিতে তাদের গেমিং ইন্ডাস্ট্রির উপর কড়া নিয়ম লাগু করতে চাইছে। গেম অনুমোদনের এই প্রক্রিয়া বেশ জটিল, বলছে গেমিং ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞ মহল। অ্যাপলএন চীনের মার্কেটিং ম্যানেজার টড কুনের মতে, বিজনেস লাইসেন্স পাওয়ার জটিল প্রক্রিয়ার কারণেই ছোট বা মাঝারি গেম ডেভেলপাররা অবৈধভাবে গেম তৈরি করছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শিল্প। বিশেষজ্ঞদের পরামর্শ লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া আরও কিছুটা সহজ করা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here