মেসি না থাকলে বদলে যাবে বার্সেলোনার নাম

0
131

বাংলা খবর ডেস্ক:
কিছু দিন পর পর গুঞ্জন ছড়িয়ে পড়ে বার্সেলোনা ছাড়লেন মেসি! এবার অবশ্য তা সত্যি হবে বলেই মানে করেছেন বোদ্ধা থেকে শুরু করে ফুটবল প্রেমীরাও। করবেননা কেন! ৮-২ গোলে বিদ্ধস্ত হওয়ার পর থেকেই মেসির বার্সা ছাড়বে এমনটাই নাকি অনুমেয়। তবে মেসি ও বার্সেলোনার সম্পর্ক যেন অবিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ এইখানে এসে নতুন জীবন পাওয়া আর্জেন্টাইন তারকার ভালোবাসার শেষ নেই ক্লাবটির প্রতি। তাই তিনি চলে গেলে বদলে যেতে পারে বার্সেলোনার নাম এমন কথাও বলেছেন অনেকে। বিশেষ করে ক্লাবটির ভক্তদের মধ্যে পড়েছে দারুণ প্রভাব। এরই মধ্যে ক্লাবের তারকা স্ট্রাইকার স্যামুয়েল ইতোও। টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইতো বলেছেন ‘আমি মেসিকে আমার সন্তনের মতো ভালোবাসি।

বার্সেলোনা মানেই মেসি। আমি সব সময় মেসির জন্য ভালো চাইব। বার্সেলোনা ক্লাবটাই এখন মেসি। ও যদি আসলেই বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের উচিত ক্লাবের জন্য নতুন নাম খোঁজা। আমরা সৌভাগ্যবান যে আমাদের দলে এখন বিশ্বের সেরা খেলোয়াড়টা খেলে।’
মেসির বার্সা ছাড়ার গুঞ্জনটি ছড়িয়ে পড়ার কারণও আছে। বিশেষ করে ক্লাবটির আর্থিক অনিয়ম, নিয়োগ-ছাঁটাইয়ের ক্ষেত্রে নিচু মনের পরিচয় দেওয়া, ক্লাবের তারকাদের পর্যাপ্ত সম্মান না দেওয়া, প্রশ্নবিদ্ধ দলবদল ছাড়াও মাঠের ব্যর্থতাতো আছেই। এত সবের পরও ইতো ক্লাবকে পরামর্শ দিয়েছেন যেভাবেই হোক, মেসিকে যেন ধরে রাখা হয়, ‘যেভাবে পারেন এটা নিশ্চিত করেন মেসি যেন বার্সেলোনায় ওর ক্যারিয়ার শেষ করে। আমি আশা করব যারা নীতিনির্ধারণী পর্যায়ে আছে তাঁরা বার্সেলোনার মঙ্গলের কথা বিবেচনা করবে সবার আগে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here