২৪তম গ্র্যান্ড স্লাম জয়ের আরো কাছে সেরেনা

0
95

বাংলা খবর ডেস্ক:
চলমান ইউএস ওপেনে দুর্দান্ত ফর্মে রয়েছেন সেরেনা উইলিয়মস। বুধবার রাতে সেতানা পিরানকোভাকে হারিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালে প্রথম সেটে হেরে গেলেও ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট জিতে সেমিতে নাম লেখান সেরেনা।

মেয়েদের এককে ২৪টি গ্র্যান্ড স্লাম জেতা একমাত্র কৃতিত্ব মার্গারেট কোর্টের। ইউএস ওপেন জিতে অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে ছোঁয়ার সুযোগ সেরেনার। ৩৮ বছর বয়সী সেরেনা কোয়ার্টার ফাইনালে জিতেছেন ৪-৬, ৬-৩, ৬-২ সেটে। ছয়বারের ইউএস ওপেন জয়ী এই মার্কিন তারকা সেমিতে মুখোমুখি হবেন বেলারুশিয়ান তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কার। নারী এককের আরেক সেমিতে লড়বেন জাপানের নাওমি ওসাকা ও যুক্তরাষ্ট্রের জেনিফার ব্রেডি।

ছেলেদের এককে সেমিতে উঠেছেন অস্ট্রেলিয়ার ডমিনিক থিয়েম ও রাশিয়ার দানিল মেদভেদেভ। ২০২০ অস্ট্রেলিয়ান ওপেনের রানার্স আপ থিয়েম সেমিতে মুখোমুখি হবেন গতবারের ইউএস ওপেনের ফাইনালিস্ট মেদভেদেভের।

ফাইনালে ওঠার আরেক লড়াইয়ে মুখোমুখি হবেন জার্মানির আলেকজান্ডার জেভরেভ ও স্পেনের পাবলো কাররেনো বুস্তা।

রজার ফেদেরার ইনজুরির কারণে নেই এবারের ইউএস ওপেনে। নাম প্রত্যাহার করে নিয়েছেন রাফায়েল নাদাল। চলমান আসরের চতুর্থ রাউন্ডে লাইন জাজকে দুর্ঘটনাবশত বল দিয়ে আঘাত করে আসর থেকে বহিষ্কৃত হন নোভাক জকোভিচ। এবারের ইউএস ওপেনের পুরুষ এককে তাই দেখা যাবে নতুন চ্যাম্পিয়ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here