এবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি অমিত শাহ

0
418

বাংলা খবর ডেস্ক:
মাত্র দুই সপ্তাহ আগেই হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল শনিবার রাত ১১টা নাগাদ দিল্লির এইমস হাসপাতালে আবারো ভর্তি করা হয়েছে তাকে।

জানা গেছে, ৫৫ বছর বয়সী অমিত শাহ আবারো অসুস্থ হয়ে যাওয়ার কারণে কোনোরকম ঝুঁকি না নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শ্বাসকষ্ট হওয়ার কারণে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

গত ৩১ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত পরবর্তী চিকিৎসা শেষে সুস্থ হয়ে এইমস‌ থেকে ছাড়পত্র পেয়েছিলেন অমিত শাহ। করোনা শনাক্তের পর ২ আগস্ট থেকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

গত মাসের ১৪ তারিখ তিনি টুইট করে সবাইকে জানান যে, হাসপাতাল থেকে ছাড়া পেলেও আরো কয়েকদিন চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতেই আইসোলেশনে থাকবেন। পরে ১৮ তারিখ ক্লান্তি ও গা ব্যথা নিয়ে দিল্লি এইমস–এ ভর্তি হন। ৩১ আগস্ট ছাড়া পান হাসপাতাল থেকে।

অমিত শাহ আবারো অসুস্থ হওয়ার খবর পেয়ে উদ্বিগ্ন বিজেপি নেতাকর্মীরা। যদিও হাসপাতাল থেকে তার ভর্তির ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি।

সূত্র : ইকোনমিকস টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here