খুব দ্রুতই দেশে ঘরোয়া ক্রিকেট ফেরানো হবে

0
60

বাংলা খবর ডেস্ক:
খুব দ্রুতই দেশে ঘরোয়া ক্রিকেট ফেরানো হবে। এমনটি জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। গতকাল সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দেয়া নানা শর্ত মেনে বাংলাদেশ দল সেখানে সফরে যাবে না।’ সেখানেই প্রশ্ন ওঠে, শেষ পর্যন্ত সিরিজটি না হলে দেশের মাটিতে কোনো সিরিজ বা বিকল্প কিছু আয়োজন করা হবে কিনা। নাজমুল হাসান জানান, পারিপার্শ্বিকতা মাথায় রেখে নিজেদের সাধ্যমতো কিছু আয়োজন করা হবে। বিসিবি প্রধান বলেন, ‘আমরা ক্রিকেট ফিরিয়ে নিয়ে আসবো। নিজেরা ঘরোয়া ক্রিকেট শুরু করবো, এখনই। কী করবো, এখনই বলছি না। ক্রিকেট আমরা মাঠে ফেরাবো খুব শিগগিরই।

এখন কোচিং স্টাফরা আছে, ওরা থেকে যাবে। ছেলেরা এতদিন খেলার বাইরে, ওদের খেলার মধ্যে নিয়ে আসবো।’ নাজমুল হাসান বলেন, ‘একেবারে ওইরকম বড় কিছু করতে পারবো না, সব ক্লাব ম্যানেজ করতে পারবো না, তবে যতটুকু ম্যানেজ করতে পারবো, সেটাই আমরা করবো। ৪০ জন ক্রিকেটার নিয়ে হতে পারে বা ৬০ জন, যতটুকু আমরা নিয়ন্ত্রণ করতে পারি, করবো। করোনাভাইরাস পরিস্থিতিতে ক্রিকেটার ও সবার নিরাপত্তাও আমাদের দেখতে হবে। তবে খেলা মাঠে গড়াবে অবশ্যই।’ গত ১৬ই মার্চ ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচের পর ওই টুর্নামেন্টসহ দেশে সব ধরনের ক্রিকেট বন্ধ করে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here