টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ল নির্বাচকদের

0
61

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
অনেক আগেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমনের।সম্প্রতি তাদের সঙ্গে নতুন করে এড করা হয়েছে জাতীয় দলের তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাককে।

মেয়াদ শেষ হওয়া নির্বাচকদের আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সময় বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।মঙ্গলবার মিরপুরে ক্রিকেট বোর্ডের দশম সভা শেষে এমনটি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বলেন, জাতীয় দলের নির্বাচক প্যানেলে এখন যারা আছেন আপনারা জানেন তাদের মেয়াদ আগেই শেষ হয়েছে। আজকে বোর্ডে সিদ্ধান্ত হয়েছে যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাদের মেয়াদ বাড়ানোর জন্য।

প্রসঙ্গত, অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভারতে করোনাভাইরাস তুলনামূলক বেশি সংক্রমিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপটি অনুষ্ঠিত হওয়ার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here