কাপালিক সময়

0
127

শামসুদ্দিন হারুন

গাছেরাও বিষন্নতায় ভোগে
মাছেদেরও হয় মন খারাপ
নক্ষত্রও একদিন মরে যায়
মরে গিয়ে হয়
বিবর্ণ সভ্যতা ।
সময় সমান্তরাল নদি বয়ে যায়
জল জোছনায় ওড়ে প্রজাপতি
হরপ্পা কিংবা মহেনজেদারো
জানে সময়ের
বিদীর্ণ ভব্যতা ।
সময় খেকো কাপালিক পাখি
নিয়তির ক্যানভাসে এঁকে যায়
অসময়ের
বিবর্ণ সবুজ ।
নির্বোধ ভালোবাসা ভেসে যায়
রঙচটা শার্ট এখনও জানে না
আমি আসলেই
কতোটা অবুঝ ।
আকাশে ওড়াই আনন্দ ঘুড়ি
বিমর্ষ আকাশ তবুও শংকায়
কাঁপে ।
ঈশ্বরের প্রেরিত দূত নিশ্চিন্তে
এখন আমারই জীবনের দৈর্ঘ্য
মাপে !
১৫ জুন ২০২১ ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here