র‌্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই ব্রাজিল-আর্জেন্টিনা

0
94
ফিফার কাতার বিশ্বকাপের লোগো

বাংলা খবর ডেস্ক:
করোনা পরিস্থিতিতে স্থগিত ছিল আন্তর্জাতিক ফুটবলের র‌্যাঙ্কিং ঘোষণা। অবশেষে ঘোষিত হলো কাঙ্ক্ষিত সেই র‌্যাঙ্কিং।

বৃহস্পতিবার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ঘোষিত র‌্যাঙ্কিংয়ে দেখা গেছে, নিচের সারিতে ওপর-নিচ হলেও শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই সবার ওপরে আছে বেলজিয়াম।

পরের তিনটি স্থানের দেশগুলোও যার যার অবস্থানে অনড়। অর্থাৎ দ্বিতীয় স্থানে ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স, রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ৩য় স্থানে আছে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আগের মতোই চতুর্থ স্থানটি ধরে রেখেছে।

তবে চমৎকার উন্নতি ঘটেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগালের। উয়েফা নেশন্স লিগে টানা দুই জয়ে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছে তারা।

যে কারণে অবনতি ঘটেছে সুয়ারেজের দেশ উরুগুয়ের। এক ধাপ নেমে ছয়ে ঠেকেছে তারা। এক ধাপ এগিয়েছে স্পেন।

এবারের র‌্যাঙ্কিংয়ে তারা শীর্ষ সাতে। দুই ধাপ নেমে আট নম্বরে আছে ক্রোয়েশিয়া।

সময়ের সেরা ফুটবল তারকা মেসির দেশ আর্জেন্টিনার কোনো উন্নতি ঘটেনি। আবার অবনতিও হয়নি তাদের।

একই অবস্থা লাটিত আমেরিকার আরেক দেশ কলম্বিয়ার। এই দুই দেশের র‌্যাঙ্কিং যথাক্রমে সেই নবম ও দশম স্থানেই আছে।

তথ্যসূত্র: ফিফা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here