উইচ্যাটের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিলেন বিচারক

0
107

বাংলা খবর ডেস্ক:
চীনা অ্যাপ ‘উইচ্যাট’-এর বিরুদ্ধে মার্কিন সরকারের নিষেধাজ্ঞা প্রচেষ্টা আটকে দিয়েছেন একজন বিচারক। চীনের ম্যাসেজিং এবং পেমেন্ট বিষয়ক এই অ্যাপটির ডাউনলোড নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। কিন্তু সংবিধানের প্রথম সংশোধনীর উল্লেখ করে সরকারের সেই উদ্যোগকে আটকে দিয়েছেন ম্যাজিস্টেট লরেল বিলার। তিনি বলেছেন, সংবিধানের প্রথম সংশোধনীর অধীনে এই নিষেধাজ্ঞা মারাত্মক প্রশ্নের সৃষ্টি করবে। কারণ, সংবিধানের ওই সংশোধনীতে মুক্ত মত প্রকাশের নিশ্চয়তা দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

রোববার থেকে যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরগুলোতে দৃশ্যমান হয়েছে উইচ্যাট। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

বলা হয়েছে, এই অ্যাপকে বন্ধ রাখতে হবে। কারণ, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন একে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি হুমকি হিসেবে মনে করে। তাদের ধারণা, এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য চলে যাবে চীন সরকারের কাছে। তবে এ অভিযোগ জোর দিয়ে প্রত্যাখ্যান করেছে উইচ্যাট এবং চীন। এর আগে উইচ্যাটের মালিক টেনসেন্ট যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here