বার্সেলোনাকে ধুয়ে দেয়ায় মেসিকে নিয়ে গর্বিত সুয়ারেজ!

0
87

বাংলা খবর ডেস্ক:
ধারাবাহিক পারফরমেন্সে বার্সেলোনার জার্সিতে করেছেন ক্লাব ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ১৯৮ গোল। চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকলেও বার্সেলোনা একরকম ছুঁড়ে ফেলে দিয়েছে সুয়ারেজকে। রোনাল্ড কোম্যানের পরিকল্পনায় না থাকায় এক প্রকার জোর করেই সুয়ারেজকে ক্লাব ছাড়তে বাধ্য করে বার্সেলোনা। ৩৩ বছর বয়সী উরুগুইয়ান স্ট্রাইকার ন্যু ক্যাম্প ছেড়েছেন চোখের জলে। বন্ধু ও সতীর্থের এমন বিদায়ের পর ইনস্টাগ্রামে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মেসি। আর্জেন্টাইন সুপারস্টার সেখানে লিখেছেন, ‘তুমি ক্লাব ইতিহাসের অন্যতম সেরা একজন। তোমার এমন বিদায় মেনে নেয়া যায় না। সুন্দর একটা বিদায় তোমার প্রাপ্য ছিল।

তাদের (বার্সেলোনার) এমন কাজের জবাব দেয়ার প্রয়োজন নেই। তবে এটা সত্যি, আমি তাদের এমন আচরণে অবাক হইনি।’ স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, দুই বছরের চুক্তিতে অ্যাটলেটিকো মাদ্রিদে নাম লিখিয়েছেন সুয়ারেজ। শুক্রবার সংবাদমাধ্যমে কথা বলেছেন তিনি। ক্লাব ছাড়া নিয়ে মেসির এমন মন্তব্যে গর্বিত বলে জানান সুয়ারেজ।

২০১৪ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় আসার পর লুইস সুয়ারেজের সঙ্গে লিওনেল মেসির বন্ধুত্বের শুরু। মাঠে কিংবা মাঠের বাইরে মেসি-সুয়ারেজের বন্ধনটা ছিল অনেকটা পরিবারের মতো। বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান যখন সুয়ারেজকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন সেটা নিয়ে কথা বলতে মেসির বাড়িতে ছুটে যান সুয়ারেজ। মাঠের বাইরের বন্ধন ছিন্ন না হলেও একই জার্সিতে আর দেখা যাবে না মেসি-সুয়ারেজকে। শুক্রবার অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে প্রথমবার অনুশীলনে নেমেছেন। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সুয়ারেজ বলেন, ‘লিও আমার সম্পর্কে জানে। তার প্রতি আমার বিশ্বাস-আস্থা কতটুকু সেটাও সে জানে। আমার ক্লাব ছাড়ার বিষয়ে তার মন্তব্য আমাকে গর্বিত করেছে।’

অ্যাটলেটিকোয় যোগ দেয়ার কারণ হিসেবে সুয়ারেজ উল্লেখ করলেন, ডিয়েগো সিমিওনের দলের লড়াকু মানসিকতা তাকে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, ‘আমি দেখেছি অ্যাটলেটিকো প্রতি মৌসুমে লা লিগায় দুর্দান্ত লড়াই করে। কোচ (সিমিওনে) ও দর্শকরাও অসাধারণ ‘

সুয়ারেজকে দেয়া আবেগময় বিদায়ী বার্তায় ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘আমি ইতোমধ্যে তোমার অভাব বোধ করা শুরু করেছি। আমি ড্রেসিংরুমে গিয়েছিলাম। সেখানে তোমার শূন্যতা আমাকে ছুঁয়ে গেছে। মাঠে এবং মাঠের বাইরে তোমার সঙ্গ মিস করাটা আমি যেন মানতে পারছি না। তোমাকে অন্য ক্লাবের জার্সিতে দেখাটা আমাকে খুব অবাক করবে। আমার বিপক্ষে মাঠে নামার সময় আমার অনুভূতি কেমন হবে সেটা এখন বলতে পারছি না।’

জবাবে সুয়ারেজ লিখেছেন, ‘তোমার এই কথাগুলোর জন্য ধন্যবাদ বন্ধু। তবে এর চেয়েও বেশি ধন্যবাদ, তুমি আমার সঙ্গে যেমন ছিলেন তার জন্য। প্রথমদিন থেকেই আমি এবং আমার পরিবারের সঙ্গে অনেক আন্তরিক ছিলে তুমি। আমি সবসময় ব্যক্তি মেসির প্রতি কৃতজ্ঞ থাকব। তুমি এক এবং অনন্য; আমি সর্বদাই এটা উপভোগ করেছি। অন্য ২, ৩ বা ৪ জন কী বললো, তাতে ক্লাবে তোমার অবদান ও অবস্থান একটুও বদলাবে না। তোমার জন্য অনেক ভালোবাসা। তোমাদের পাঁচজনকে (মেসি, তার স্ত্রী ও তিন সন্তান) অনেক মিস করব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here