যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নতুন বিচারকের নাম ঘোষণা ট্রাম্পের

0
112

বাংলা খবর ডেস্ক:
যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগের জন্য অ্যামি কোনি বেরেটের নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সূত্র এ বিষয়ে নিশ্চিত করেছে। দেশটির প্রয়াত বিচারপতি ও নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ রুথ বেডার জিন্সবার্গের স্থলাভিষিক্ত হতে চলেছেন বেরেট।

হোয়াইট হাউসে রাখা বক্তব্যে ব্যারেটকে উপযুক্ত ও প্রতিভাবান বিচারক বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সিনেটররা। ট্রাম্প বলেন, ব্যারেট অতুলনীয় কৃতিত্ব, দুর্দান্ত বুদ্ধিমত্তা, বিশ্বাসযোগ্যতা এবং মার্কিন সংবিধানের প্রতি নিরপেক্ষ আনুগত্যের একজন নারী বিচারক। এর আগে ২০১৭ সালে তাঁকে ফেডারেল আপিল বেঞ্চে নিয়োগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

শনিবারের অনুষ্ঠানে বেরেটের নাম ঘোষণার পাশাপাশি সুপ্রিম কোর্টে তাঁর নিয়োগ বিষয়ে সিনেটের শুনানিতে অবিচল থাকায় রিপাবলিকান সিনেটরদের ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। সিনেটের রিপাবলিকান নেতৃত্ব আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগেই সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ নিশ্চিতের ঘোষণা দিয়েছে। তবে ডেমোক্র্যাটদের দাবি, নির্বাচনের পর বিজয়ীদেরই বিচারপতি নিয়োগ দেওয়া উচিত।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, সিনেট জুডিশিয়ারি কমিটিতে বেরেটের নিয়োগসংক্রান্ত শুনানি শুরু হতে পারে আগামী ১২ অক্টোবর।

৪৮ বছরের ব্যারেটের নিয়োগ নিশ্চিত হলে তিনি হবেন প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক নিয়োগ পাওয়া তৃতীয় বিচারক। এর আগে ২০১৭ সালে নেইল গরসাচ ও ২০১৮ সালে ব্রেট কাভানফকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here