মার্কিন নির্বাচনে এবার মহাকাশ থেকে ভোট দেবেন ৪ নভোচারী

0
128

বাংলা খবর ডেস্ক:
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এবার চার মার্কিন নভোচারী মহাকাশ থেকে ভোট দেবেন। এই চার মার্কিন নভোচারী হলেন- কেট রুবিনস, মাইক হপকিন্স, ভিক্টোর গ্লোভার এবং শ্যানন ওয়াকার।

অক্টোবরের মাঝামাঝি সময়ে দুই রাশিয়ান সঙ্গীর সঙ্গে মহাকাশে পাড়ি দিতে চলেছেন মার্কিন নভোচারী কেট রুবিন্স। সম্প্রতি বার্তা সংস্থা এপিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গণতন্ত্রে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই তিনি তার ভোটটি নষ্ট করতে চান না। মহাকাশ থেকেই তিনি তার ভোট দিতে চান।

তবে মহাকাশ থেকে ভোট এটি প্রথমবার নয়। মহাকাশ থেকে প্রথম আমেরিকান ভোটদাতা ছিলেন ডেভিড উলফ। রাশিয়ান স্পেস স্টেশন মির থেকে তার ভোট দিয়েছিলেন তিনি। এর আগেও যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও মহাকাশ থেকে ভোট দিয়েছিলেন নভোচারী কেট রুবিনস। ১৯৯৭ সাল থেকেই মার্কিন নভোচারীরা ভোটদানে অংশগ্রহণ করতে পারেন। এ জন্য টেক্সাস ল নামে একটি বিশেষ আইনও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here