ম্যাচ জেতানো ইনিংসে নতুন মাইলফলক রোহিতের

0
101

বাংলা খবর ডেস্ক:
আগের ম্যাচে সুপার ওভারে র‌্যায়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হার মানে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। সেদিন ব্যাট হাতেও ব্যর্থ ছিলেন অধিনায়ক রোহিত। তবে গতকাল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন তিনি। ৪৫ বলে ৮ চার ৩ ছক্কায় রোহিত করেন ৭০ রান। তাতে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এই ভারতীয় ওপেনার ( ১৯১ ম্যাচ)। ম্যাচে পাঞ্জাবকে ৪৮ রানে হারিয়ে চার ম্যাচে দ্বিতীয় জয় দেখে মুম্বই ইন্ডিয়ান্স।
রোহিতের আগে আইপিএলে ৫ হাজার রানের চূড়ায় পৌঁছান ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি ও চেন্নাই সুপার কিংস তারকা সুরেশ রায়না। ১৮০ ম্যাচে ৫৪৩০ রান নিয়ে সবার উপরে কোহলি। ১৯৩ ম্যাচে রায়নার সংগ্রহ ৫৩৬৮ রান।

সেঞ্চুরিতেও এগিয়ে কোহলি। আইপিএলে ৫টি শতক হাঁকিয়েছেন তিনি। তবে রায়না ও রোহিতের সেঞ্চুরি মাত্র একটি। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আইপিএলের ৫ হাজারি ক্লাবে জায়গা পাওয়ার অপেক্ষায় অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ১২৯ ম্যাচে করেছেন ৪৭৯৩ রান।
বৃহস্পতিবার শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতের পর ব্যাট হাতে ঝড় তোলেন কাইরন পোলার্ড ও হার্ডিক পান্ডিয়া। ২০ বলে ৩ বাউন্ডারি ও ৪ ছক্কায় পোলার্ড ৪৭* ও ১১ বলে ৩ চার ২ ছক্কায় ৩০* রান করেন পান্ডিয়া। তাতে মুম্বইয়ের সংগ্রহ দাঁড়ায় ১৯১/৪। জবাবে ১৪৩/৮-এ থামে পাঞ্জাব। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন নিকোলাস পুরান। মুম্বইয়ের হয়ে ২টি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ, জেমস প্যাটিনসন ও রাহুল চাহার। ম্যাচসেরা হন পোলার্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here